ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

স্টিল মিলে বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:০১

স্টিল মিলে বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ডেমরা কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার দিনগত রাত ১টার দিকে কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলের লোহা গলানোর চুল্লিতে এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩) নামের ৩ শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফিরেছেন জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) নামের দুই শ্রমিক।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ডেমরায় স্টিল মিলে আগুনে দগ্ধ ৩ জন হাসপাতালে ভর্তি আছেন। দুজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

অন্যদিক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় ৩ জনকে (আইসিইউ) নিবির পরিচর্যা কেন্দ্র ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইমরান হোসেন ৪০ শতাংশ, আল আমিনের শরীরে ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ঝলসে গেছে। তাদের সবার শ্বাসনালী পুরে গেছে। সবার অবস্থায়-ই আশঙ্কাজনক। বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ/এসএস

  • সর্বশেষ
  • পঠিত