ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পাটুরিয়া ঘাটে ট্রাকের দীর্ঘ সারি

  শিবালয় প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:২৯

পাটুরিয়া ঘাটে ট্রাকের দীর্ঘ সারি

পাটুরিয়ায় ফেরিঘাটের বেসিনে নাব্যতা সঙ্কটের কারণে প্রায় সোয়া এক মাস ধরে স্বাভাবিকভাবে চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে স্বভাবিকভাবে ফেরি চলাচল করতে না পারায় ঘাট এলাকায় প্রতিদিনই কমবেশি যানজট সৃষ্টি হচ্ছে।

এর ফলে ফেরি পারাপারে আসা বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক চালকদেরকে ২-৩ দিন করে ঘাট এলাকায় পড়ে থাকতে হচ্ছে।

রোববার সরেজমিনে পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরি পারাপারে বাস ও কোচ কম থাকলেও প্রায় ৪শ' পণ্যবাহী ট্রাক ফেরি অপেক্ষায় রয়েছে। যদিও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল করায় পাটুরিয়া ঘাটের চাপ কিছুটা কমেছে। এদিকে নদীতে স্রোতের কারণেও ফেরি চলাচলে সময় বেশি লাগছে।

চট্রগ্রাম থেকে ছেড়ে যাওয়া যশোরগামী ট্রাকচালক বারেক শেখ জানান, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ঘাটে যানজটের কারণে আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষায় থেকে পারাপার হতে পারেননি তিনি। এরকম প্রায় ৪শ' পণ্যবাহী ট্রাক পাটুরিয়া ঘাটে এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরিচা আফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ফেরিঘাটের বেসিনে নাব্যতা সঙ্কটের কারণে স্বাভাবিকভাবে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এছাড়া নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। এ নৌ-রুটে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে বনলতাসহ তিনটি ফেরি বিকল থাকায় ১৬ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণে ট্রাকগুলো পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন:

পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক ট্রাক

পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

পাটুরিয়া-ঢাকা মহাসড়কে ট্রাকের দীর্ঘ সারি

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত