ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

লীলা কীর্তন পেশায় জড়িতদের ৫ দফা দাবি

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৩

লীলা কীর্তন পেশায় জড়িতদের ৫ দফা দাবি

করোনার কারণে হিন্দু ধর্মাবলম্বীদের লীলা কীর্তন ও ধর্মীয় যজ্ঞানুষ্ঠান বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছে লীলা কীর্তন সম্প্রদায় পেশায় জড়িত মানুষরা। এরই প্রেক্ষিতে প্রণোদনা ও পুনরায় লীলা র্কীতন পরিচালনার সুযোগসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে তারা।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, করোনাকালীন সময়ে আমরা বাংলাদেশ লীলা কীর্তন সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত মানুষরা মানবেতর জীবনযাপন করছি। বাংলাদেশের সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত সকলেই কর্মস্থলে ফিরেছে। কিন্তু করোনার কারণে দেশের সকল ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এতদিনেও কোন যজ্ঞানুষ্ঠান করার সুযোগ পাইনি। তাই আমাদের প্রণোদনা ও পুনরায় লীলা র্কীতন পরিচালনার সুযোগসহ ৫ দফা দাবি পুরনো প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।

বাংলাদেশ লীলা কীর্তন সম্প্রদায় জেলা শাখার সভাপতি কীর্তনীয়া বাবু শ্রী উকিল চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু শ্রী উদয় সরকার, কোষাধ্যক্ষ নারায়ন চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা।

শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন তারা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত