ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৪  
আপডেট :
 ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৮

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্টে।

আগামী এক মাসের মধ্যে তা জানাতে দুদকের সংশ্লিষ্টদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইকরাম উদ্দিন খান চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. নওশের আলী মোল্লা।

রিট আবেদনে একেএম ফজলুল্লাহর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় দুদকের নিষ্ক্রিয়তা এবং পুনরায় নিয়োগের ওয়াসা বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এ রিট দায়ের করেন চট্টগ্রামের কোতোয়ালী থানার বাসিন্দা মো. হাসান আলী।

আইনজীবী ইকরাম উদ্দিন খান চৌধুরী বলেন, এমডির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেসব অভিযোগের বিষয়ে দুদক কী পদক্ষেপ নিয়েছে- তা জানতে একমাস সময় দিয়েছেন। সে পর্যন্ত রিট আবেদনটির শুনানিও মুলতবি রেখেছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত