ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সেফটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:২৩

সেফটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বাড়ির মালিক ও নির্মাণ শ্রমিকসহ দু’জনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন: উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে কামাল মিয়া (৩২) ও বেলতলী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক মমিনুল হক (৩৩)।

জানা গেছে, উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলি গ্রামের জালাল উদ্দিনের ছেলে কামাল মিয়া সম্প্রতি নিজ গ্রামে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণকাজ কিছুদিন বন্ধ রেখে ঘটনার দিন নির্মাণাধীন বাড়িতে সেফটিক ট্যাংকে কাজ শুরু করেন। নির্মাণ শ্রমিক মমিনুল হক সেফটিক ট্যাংকে নামার পর ভেতর থেকে উঠে না আসায় বাড়ির মালিক কামাল মিয়া তাকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন।

এসময় দু’জনেই ট্যাংকের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় পরিবার ও স্থানীয় লোকজন তাদের দুইজনকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন খান বলেন, সেফটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেলো দুই জনের

> আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিজয়ী

> জাতিসংঘের ৭৫তম অধিবেশনে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ভাষণ

> সিলেটের এমসি কলেজে যা ঘটেছে

  • সর্বশেষ
  • পঠিত