ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

আত্রাইয়ের পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপরে

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৩

আত্রাইয়ের পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপরে

তৃতীয় দফার বন্যায় নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীর পানি বিপদসীমার ১০৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে সিংড়া পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়েছে বন্যার পানি।

সিংড়া উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। সেখানেও অনেক বাড়িতে পানি উঠে পড়ায় মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে।

এদিকে নলডাঙ্গায় সাম্প্রতিক অতিবর্ষণ এবং উজানের ঢলে বারনই নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

নলডাঙ্গা উপজেলার মাধনগর এবং পিপরুল ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। সেখানেও অনেক বাড়িতে পানি উঠে পড়ায় মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে।

বন্যা পূর্বাভাস এবং সতর্ক কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ইতিমধ্যে বন্যার্ত মানুষের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন:

পূর্ণভবা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই বরাবর

ভয়ঙ্কর রূপে তিস্তা, প্লাবিত নিম্নাঞ্চল

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত