ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

যমুনা সার কারখানায় ফের উত্তোলন শুরু

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪০

যমুনা সার কারখানায় ফের উত্তোলন শুরু
ফাইল ছবি

জমাট বাঁধা, নিন্মমান ও ওজনে কম থাকার অভিযোগে যমুনা সার কারখানা থেকে সার উত্তোলন বন্ধ থাকার পর ফের উত্তোলন শুরু করেছে পরিবেশকরা।

আমাদানি করা দেড় মেট্রিকটন সার উত্তোলন করার শর্তে বুধবার থেকে সার উত্তোলন শুরু হয়।

এর আগে আমদানি করা জমাট বাঁধা সার না নেয়ার দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে পরিবেশকরা (ডিলার) সার তোলা বন্ধ করে দিয়েছিলেন।

একটি ট্রাকের মধ্যে দুই টন আমদানি করা সার নেয়া বাধ্যতামূলক ছিল। এ সার জামাট বাঁধা, নিন্মমানের ও ওজনেও কম থাকায় পরিবেশকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল।

কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পরিবেশকদের আলোচনার মাধ্যমে দুই টনের স্থলে বুধবার থেকে একটি ট্রাকে দেড় মেট্রিকটন আমদানি করা সার নেয়ার মাধ্যমে সমঝোতা হয়। ফলে সার তোলা শুরু করেছেন পরিবেশকরা।

যমুনা সার কারখানার ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো: ওয়ায়েছুর রহমান জানিয়েছেন, পরিবেশকদের দাবির প্রেক্ষিতে এখন থেকে দেড় টন আমদানি করা সার নেয়ার নিয়ম করা হয়েছে। ফলে পরিবেশকরা যথা নিয়মে সার তোলা শুরু করেছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত