ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৯৬

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২০, ১৫:২৩  
আপডেট :
 ০২ অক্টোবর ২০২০, ১৫:৩৭

করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৯৬
ফাইল ছবি

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৫ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৯৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি পরীক্ষাগারে ১১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৮ হাজার ৬২৭ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৫ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২২ সেপ্টেম্বর সেই সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

আরও পড়ুন

> ১ অক্টোবরের করোনা আপডেট

> ২৯ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৮ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৭ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৬ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৫ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৪ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২১ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২০ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ১৮ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ১৯ সেপ্টেম্বরের করোনা আপডেট

বাংলাদেশ জার্নাল/কেআই​

  • সর্বশেষ
  • পঠিত