ঢাকা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

শুভ হত্যার বিচারের দাবিতে উত্তাল লালমনিরহাট

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২০, ১৮:৩০

শুভ হত্যার বিচারের দাবিতে উত্তাল লালমনিরহাট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও লালমনিরহাটের কালীগঞ্জের ছেলে জাকারিয়া বিন শুভ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠছে লালমনিরহাট।

রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে সাংবাদিক সম্মেলনে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন শুভ'র মা ও বোন। হত্যাকাণ্ডের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার স্বজনরা।

গত ২৪ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন লালমনিরহাটের সন্তান জাকারিয়া বিন শুভ। এমন দাবি তার মা ও ভাই বোনদের পরিবারের।

শুভ'র মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে ঘটনার দিন থেকে লালমনিরহাটে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছে স্থানীয়রা।

জাকারিয়া বিন শুভর বড় বোন হাসিনা ইয়াসমিন বিনতে হক মুন্নি সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তার ভাই শুভকে তার স্ত্রী ও শাশুড়িসহ কয়েকজন পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেন। তাকে হত্যা করা হয়েছে এমন অনেক তথ্য রয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করছে না পুলিশ।

সাংবাদিক সম্মেলনে শুভ'র মা নুরজাহান হক ও মামি মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা রাজিয়া মোস্তফা বক্তব্য রাখেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত