ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ধাপে ধাপে ডিএসসিসির সব অবৈধ যান সরানো হবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২০, ১৭:৪১  
আপডেট :
 ০৫ অক্টোবর ২০২০, ১৭:৪৪

ধাপে ধাপে ডিএসসিসির সব অবৈধ যান সরানো হবে
ছবি: সংগৃহীত

ধাপে ধাপে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন থেকে সব ধরনের অবৈধ যান সরানো হবে বলে জানিয়েছেন ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ফয়সাল।

আজ দুপুরে সায়েন্সল্যাব এলাকায় অবৈধ ইঞ্জিনচালিত রিকশা, ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি এ কথা বলেন।

ম্যাজিস্ট্রেট বলেন, ডিএসসিসি মেয়রের নির্দেশে যানজট মুক্ত শহর উপহার দিতে ক্রমান্বয়ে ঢাকা থেকে সব ধরণের অবৈধ ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান সরানো হবে। অভিযান শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। আমরা অবৈধ রিকশা-ভ্যান ডাম্পিং করছি, প্রতিবন্ধীদের মুচলেকা দিয়ে আপাতত ছেড়ে দেয়া হচ্ছে।

সোমবার দুপুর ১২টায় সায়েন্সল্যাব এলাকায় ইঞ্জিনচালিত অবৈধ রিকশা-ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ফয়সাল।

ফয়সাল বলেন, দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় আমাদের অভিযান চলছে। যেখানেই অবৈধ ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি রিকশা ডাম্পিং করেছি। তবে আপাতত প্রতিবন্ধীদের রিকশা আমরা মুচলেকার মাধ্যমে ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে আবার পেলে সেগুলোও আমরা ডাম্পিং করবো।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> শাহবাগ মোড় অবরোধ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

> ধর্ষক-নিপীড়কদের শাস্তির দাবিতে শাহবাগ অবরোধ

> চাকরি হারিয়ে লাখো শ্রমিক গ্রামে

> ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

> রাজধানীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  • সর্বশেষ
  • পঠিত