ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

কালাই পৌর উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১০ অক্টোবর ২০২০, ১৬:১৪

কালাই পৌর উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নানা অনিয়মের অভিযোগ এনে জয়পুরহাটের কালাই পৌরসভার উপ-নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিছুর রহমান তালুকদার। তিনি জেলা বিএনপির সদস্য।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে এজেন্টদের ভয়ভীতি দেখানো, এজেন্টদের বের করে দেয়া, এজেন্টদের মারধর ও কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি।

শনিবার দুপুরে কালাই পৌরসভার সিনেমা হল এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মৌখিকভাবে কালাই পৌরসভার উপনির্বাচনে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তৌফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হিরো তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য রেজাউল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবুল কালাম বলেন, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আনিছুর রহমান তালুকদার ভোট বর্জন বিষয়ে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ করেননি। কালাই পৌরসভার উপনির্বাচন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত