ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান ঢাকায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ১৮:৪২  
আপডেট :
 ১৪ অক্টোবর ২০২০, ১৮:৫৩

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান ঢাকায়

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই বিগান দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্র।

দূতাবাস সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভারতের নয়া দিল্লিতে তিন দিনের সফর শেষে ঢাকায় আসেন তিনি।

আজ বুধবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে স্টিফেন ই বিগানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বিগান।

বিগান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এই সফরে করোনা মোকাবিলা কার্যক্রমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) সম্পর্কিত দুই দেশের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা হবে।

আরো পড়ুন: মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত