ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ক্ষুধার্ত শিশুর সাথে এ কেমন বর্বরতা!

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২০, ২১:০৪

ক্ষুধার্ত শিশুর সাথে এ কেমন বর্বরতা!

ক্ষুধার্ত শিশুটি হোটেলে গিয়ে খাবার চেয়েছিলো। কিন্তু খাবার না দিয়ে মেরে শিশুটির মাথা ফাটিয়ে দিয়েছে দোকান মালিক ও তার কর্মচারী। আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

নগরীর চকবাজার এলাকায় বুধবার রাতে এই ঘটনায় অভিযুক্ত খাবারের দোকান জমজম ঝালবিতানের মালিক মো. ইসমাইল (৪০) ও কর্মচারী লোকমান হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত শিশুটির (৯) বাড়ি নোয়াখালীর বসুরহাটে। মায়ের সঙ্গে থাকে চান্দগাঁও থানার খাজা রোডে।

চকবাজার থানার ওসি রুহুল আমিন বলেন, রাতে হোটেলটি বন্ধ করার সময় শিশুটি খাবার খুঁজতে সেখানে গিয়েছিল। এসময় দোকান কর্মচারী তাকে সরে যেতে বললেও সে খাবারের জন্য দাঁড়িয়ে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে দোকান মালিক ও কর্মচারী তাকে মারধর করে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়।

পুলিশ রাতেই দোকান মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওসি রুহুল আমিন জানান, মাথার আঘাতের জন্য শিশুটির সিটি স্ক্যান করা হয়েছে। শিশুটির ওষুধ খরচ এবং অন্যান্য পরীক্ষার খরচ নিজেই বহন করছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, স্থানীয় কিছু সহৃদয় লোকজনও শিশুটির জন্য খাবার নিয়ে গেছে হাসপাতালে।

গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত