ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

নরসিংদীতে শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২০, ১৮:৫৬

নরসিংদীতে শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

নরসিংদী শহরের এক স্পিনিং মিলের শ্রমিককে গণধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই নারী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী চৌয়ালা এলাকার ওয়ারিশ আলীর ছেলে মোঃ মনির (৩২), মতি মিয়ার ছেলে মোঃ হাসান (২১)।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার (পিপিএম) স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, পৌর শহরে পরিবারসহ ভাড়া থাকেন ওই নারী শ্রমিক। সে স্থানীয় একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে খাবার কেনার জন্য মিলের বাইরে বের হয়। নরসিংদী মডেল থানাধীন চৌয়ালা সাকিনস্থ বালুর মাঠ সংলগ্ন গোলাপ মেম্বরের মিলের দক্ষিণ-পূর্ব কোনে ফাঁকা জায়গায় পূর্ব পরিচিত ইয়ামিন নামে এক ছেলের সাথে আলাপ করছিলেন। এ সময় চৌয়ালা এলাকার মৃত ওয়ারেশ আলীর ছেলে মনিরসহ আরো তিন অজ্ঞাত যুবক ইয়ামিনকে মারধর করে আহত করে।

এরপর ওই নারী শ্রমিককে পার্শবর্তী বালুর মাঠের একটি খোলা জায়গায় নিয়ে যায়। পরে সেখানে পালাক্রমে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা পালিয়ে যায়। শুক্রবার দুপুরে মনিরসহ অজ্ঞাত আরো তিনজনেরে বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, আমরা গণধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। নির্যাতিত নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত