ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ভোটকেন্দ্রে হাহাকার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২০, ১১:৫৩  
আপডেট :
 ১৭ অক্টোবর ২০২০, ১২:০৩

ভোটকেন্দ্রে হাহাকার

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নেই কোনো নির্বাচনী আমেজ। কেন্দ্রগুলোতে নেই তেমন ভোটার উপস্থিতি। শনিবার সকাল নয়টা থেকে ঢাকা-৫ আসনের একাধিক কেন্দ্রে দেখা গেছে এমন চিত্র।

রায়েরবাগের ৬৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম ভূইয়া স্কুল এন্ড কলেজ, মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজ, ৬৪ নম্বর ওয়ার্ডের শামীম শিকদার স্টান্ডার্ড স্কুল এন্ড কলেজ, নিউ হিজাজ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মান্নান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসব কেন্দ্রের মধ্যে দুই একটি কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর কোনো এজেন্টকে পাওয়া যায়নি। তবে সব বুথেই নৌকার প্রার্থী মনিরুল ইসলাম মনুর এজেন্ট দেখা গেছে।

বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট তানভীর আহমেদ রবিন গণমাধ্যমকে বলেন, বেশিরভাগ কেন্দ্রে সকাল থেকে বিএনপির এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। যেখানে যেখানে এজেন্ট বসতে পেরেছিল তাদেরও বের করে দেয়া হয়েছে। যদিও প্রিজাইডিং কর্মকর্তাদের দাবি যারা এসেছেন সবাই বুথে ঢুকতে পেরেছেন।

সিরাজুল ইসলাম ভূইয়া স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং অফিসার নাজওয়ানুল হক বলেন, আমার এখানে বিএনপির প্রার্থীর কোনো এজেন্ট আসেনি। আসলে তাদের কোনো অসুবিধা হবে না। নির্বিঘ্নে কাজ করতে পারবেন।

আরো পড়ুন: ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ চলছে

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত