ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

চার দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২০, ১৭:১৮

চার দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

৪ দফা দাবি আদায়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা।

আইনজীবী সদন অধিকার আন্দোলন জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের পোস্টঅফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ শিক্ষানবিশ আইনজীবীরা অংশ নেয়।

এ সময় আইনজীবী সদন অধিকার আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মশিয়ার রহমান, কেন্দ্রীয় সম্পাদক সুজন বিপ্লব, শিক্ষানবিশ আইনজীবী শফিকুল ইসলাম শিমুল, আবু তোয়াব অপু, কাজী দবরুল আলম শাহিন, সোহেলী আক্তার, তাসলিমা লাকি, পারুল খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক তিন ধাপের পরীক্ষার নামে ছাঁটাই প্রক্রিয়া বাতিল, ন্যুনতম শিক্ষানবিশ ভাতা নির্ধারণ ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির মাধ্যমে প্রাপ্তি নিশ্চিত করাসহ ৪ দফা দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত