ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

‘আইন নয়, এর প্রয়োগ ঘটাতে হবে’

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ১৪:৪৫

‘আইন নয়, এর প্রয়োগ ঘটাতে হবে’

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, খুন, নারী নিপীড়ন বন্ধ ও বন্ধ পাটকল চালুর দাবিতে সড়ক আবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা।

সোমবার বেলা ১২টায় টাউনহলের সামনে সদর সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ তাদের সরিয়ে দেয়।

বক্তারা বলেন, আইন নয়, এর প্রয়োগ ঘটাতে হবে। স্বৈরাচারী এবং তোষণের নীতির পরিবর্তন করতে হবে ধর্ষকদের উপযুক্ত শাস্তির বেলায়।

বক্তারা আরো বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ নয়, এর আধুনিকায়ন করতে হবে। নতুবা কেবল ৫০ হাজার শ্রমিকই বেকার নয়, এর সাথে ৪ লাখ পাট চাষী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে ৪ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে।

সড়কের পাশে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, গণআন্দোলন সংহতির বরিশাল মহানগর আহ্বায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলু, ট্রেড ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক অ্যাড. একে আজাদ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব মনীষা চক্রবর্তীসহ অন্যান্যরা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত