ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

উপনির্বাচন বাতিলের দাবিতে বিএনপির মিছিল, পুলিশি বাঁধা

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ২১:২১

উপনির্বাচন বাতিলের দাবিতে বিএনপির মিছিল, পুলিশি বাঁধা

ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং ঘোষিত ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পুলিশ বাঁধা দেয়।

সোমবার সকালে শহরের উত্তর মৌড়াইল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কে আসতে চাইলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশি ব্যারিকেডের মধ্যেই নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

সভায় বক্তারা দ্রুত উপ-নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচন দেয়ার জন্য দাবি জানান। এ সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত