ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

বগুড়ায় মৎস্যকন্যা আকৃতির জন্ম নেয়া শিশুর মৃত্যু

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৪:১২  
আপডেট :
 ২০ অক্টোবর ২০২০, ১৪:১৯

বগুড়ায় মৎস্যকন্যা আকৃতির জন্ম নেয়া শিশুর মৃত্যু

বগুড়া শহরের চারমাথা এলাকার গৃহবধূ মিতু আক্তারের জন্ম দেয়া অদ্ভুত আকৃতির সেই শিশুটির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টায় শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির কোমর থেকে নিচের অংশ অনেকটা মৎস্য আকৃতির। যে কারণে শিশুটি ছেলে নাকি মেয়ে সেটিও নির্ধারণ করা যায়নি।

জানা যায়, শহরের চারমাথা এলাকার গৃহবধূ মিতু আক্তার সোমবার রাত ৮টায় শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোন অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবেই অদ্ভুত আকৃতির এই শিশুটির জন্ম দেন। শিশুটি ছেলে না মেয়ে তা নিশ্চিত হতে পারেনি কর্তব্যরত চিকিৎসকরা। ১৯ বছর বয়সী গৃহবধূর এটিই প্রথম সন্তান ছিলো।

বগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শামসুজ্জামান বলেন, গৃহবধূ মিতু আক্তারের জন্ম দেয়া অদ্ভুত আকৃতির সেই শিশুটি জন্মের ৪ ঘণ্টা পরে মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত