ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রায়হান হত্যার মানববন্ধন থেকে পুলিশের গাড়িতে হামলা

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৬:২৫  
আপডেট :
 ২০ অক্টোবর ২০২০, ১৬:৩১

রায়হান হত্যার মানববন্ধন থেকে পুলিশের গাড়িতে হামলা

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট কোর্ট পয়েন্ট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পাশ দিয়ে চলে যাওয়া পুলিশের একটি পিকআপ ভ্যানে ইট-পাটকেল ছুড়ে ও হামলা চালায় ব্যবসায়ীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে রায়হান হত্যার প্রায় ৯ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার না করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। এসময় তারা পলাতক এসআই আকবরসহ জড়িতদের অতিসত্বর গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনার দিন ফাঁড়িতে দায়িত্বরত ৩ পুলিশ কনস্টেবল শামিম, সাইদুল ও দেলোয়ার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।

বেলা আড়াইটায় এই তিনজনকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ জিয়াদুর রহমানের আদালতে তোলা হলে তারা ওই দিনের প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দেয় এবং আদালত তা রেকর্ড করে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত