ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে ইউপি চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে অনাস্থা

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৮:১০

রামগঞ্জে ইউপি চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে অনাস্থা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মেদ মানিককে একই পরিষদের ১০ জন সদস্যই অনাস্থা দিয়েছেন। মঙ্গলবার সকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ভোলাকোট ইউপির সদস্যদের নিয়ে শুনানিকালে চেয়ারম্যান বশির আহম্মেদ মানিককে একযোগে দশজন মেম্বার উপস্থিত হয়ে অনাস্থা প্রদান করেন।

এর আগে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে সদস্যরা সশরীরে উপস্থিত হয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার নিকট এ অনাস্থা আবেদনটি জমা দেন। পরে নির্বাহী কর্মকর্তা বিষয়টি শুনানির জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের হোসেনকে নির্দেশনা প্রদান করেন।

আবেদনকারী সদস্যরা অনাস্থা দেয়ার পর সাংবাদিকদেরকে জানান, চেয়ারম্যান বশির আহম্মদ মানিকের দুর্নীতি, ভুয়া ও একই প্রকল্প বার বার দেখিয়ে সরকারী কোটি কোটি টাকা আত্মসাৎ, নারী নির্যাতন ও ধর্ষণ, মাদক সেবন, ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে অবহেলা, স্বজনপ্রীতি ইত্যাদি অনিয়মের অভিযোগে তারা ইউনিয়ন পরিষদের আইন ২০০৯ সালের ৬১নং ও ইউনিয়ন পরিষদ সংশোধিত আইন ২০১০ সালের ৬০নং আইনের ধারা ৩৯-এর ২ উপধারা (১) অনুযায়ী চেয়ারম্যানকে অনাস্থা দিয়েছেন এবং চেয়ারম্যানকে বরখাস্ত করে প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক নিয়োগ দেয়ার দাবি করেন।

অনাস্থা আবেদনকারী ইউপি মেম্বার হলেন কামাল হোসেন চৌধুরী, বেলায়েত হোসেন, হারুন অর রশিদ, আরিফ হোসেন, মো. মহসিন, সফিকুল ইসলাম, তাফাজ্জল হোসেন, কাউসার আলম, জান্নাতুল ফেরদৌস ও নাছরিন আক্তার প্রমুখ।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক জানান, সব ষড়যন্ত্র। আমাকে ঘায়েল করতে তারা সুকৌশলে অপপ্রচার চালাচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোনাজের হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ৯নং ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিকের বিরুদ্ধে সকল মেম্বারদের দেয়া অনাস্থার আবেদনের প্রেক্ষিতে আমাকে তদন্তপূর্বক শুনানির জন্য নির্দেশ দেয়া হয়েছে। তারই আলোকে সকল মেম্বারদের নিয়ে অনাস্থার বিষয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই ওই রিপোর্ট আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত