ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

কুড়িগ্রামে ৪৯৭ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ১৮:১৫

কুড়িগ্রামে ৪৯৭ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

কুড়িগ্রামে ৪৯৭টি মণ্ডপে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। তবে করোনার কারণে অন্যান্য বছরের মতো এবার উৎসরের আমেজ অনেকটাই কম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ষষ্ঠীবোধনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে শুরু হয় আয়োজন। আজ শুক্রবার চলছে সপ্তমী বিহিত পূজা।

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মণ্ডপে করোনার কারণে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস জানান, জেলায় এ বছর ৪৯৭টি মন্দিরে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৭৩টি, উলিপুর উপজেলায় ১১১টি, রাজারহাট উপজেলায় ১০৯টি, নাগেশ্বরী উপজেলায় ৮৩টি, ফুলবাড়ী উপজেলায় ৬৬টি, চিলমারীতে ২৬টি, রৌমারীতে ৮টি, ভুরুঙ্গামারীতে ২০টি ও রাজিবপুর উপজেলায় ১টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত