ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ১৮:২৪

নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছোট ভাইয়ের হাতে ৬৫ বছর বয়সী ফজলুল হক নিহত হয়েছেন। ৫৫ বছর বয়সী ছোট ভাই এবাদুল্লার ইটের আঘাতে ফজলুল হকের মৃত্যু হয় বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ফজলুল হক ও এবাদুল্লাহ একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে।

পুলিশের বরাতে জানা যায়, বিকেলে ঝড়ে বাড়িতে কলা গাছ পড়ে বড় ভাই ফজলুল হকের ব্যবহৃত প্লাস্টিকের বালতি ভেঙে যায়। এ জন্য সে তার ছোট ভাই এবাদুল্লাহকে নতুন বালতি কিনে দিতে বলেন।

এর ক্ষোভে ছোট ভাই এবাদুল্লাহ, তার ৫০ বছর বয়সী স্ত্রী সেলিনা বেগম ও ২২ বছর বয়সী ছেলে সাকিব মিলে ফজলুল হককে মারধর করে। ওইসময় ছোট ভাই এবাদুল্লাহ বড় ভাই ফজলুল হকের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুল হক।

এ ঘটনার পর থেকেই ছোট ভাই এবাদুল্লাহ ও তার ছেলে পলাতক রয়েছে। তবে এবাদুল্লাহর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এবাদুল্লাহর স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এবাদুল্লাহ ও তার ছেলে সাকিব পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত