ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

স্টিল মিলে দগ্ধ আরো দুই শ্রমিকের মৃত্যু, মোট ৪

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৫:৪৯  
আপডেট :
 ২৪ অক্টোবর ২০২০, ১৫:৫৩

স্টিল মিলে দগ্ধ আরো দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্টিল কারখানায় গলিত লোহা শরীরে ছিটকে পড়ে দগ্ধ আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান আরও দুই শ্রমিক।

তারা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে ২০ বছর বয়সী মো. শাকিল ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টিপু শেখের ছেলে ৩০ বছর বয়সী আবু সিদ্দিক।

এর আগে শুক্রবার ভোরে ঘটনাস্থলে দগ্ধ মিজানুর রহমান (৪২) ও একইদিন বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিমের (২৫) মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, মৃত দুজনই ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্টিল মিলে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিল কারখানায় গলিত লোহা শ্রমিকদের শরীরে পড়ে। এতে অন্তত ছয়জন দগ্ধ হয়েছিলেন।

এ ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার বাউরা এলাকার সুন্দর আলীর ছেলে রফিক মিয়া (৪৫), রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাজু (৪০) দগ্ধ হয়ে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত