ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৫:৪৩  
আপডেট :
 ২৬ অক্টোবর ২০২০, ১৫:৫৮

জয়পুরহাটে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর

জয়পুরহাট শহরের গুলশানমোড় এলাকার বামনপাড়া সনাতন দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত প্রিন্স (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রিন্স গুলশানমোড় এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন (সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম (সদর সার্কেল), সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল, পৌর মেয়র মোস্তাফিজুর রহমানসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতা, আওয়ামী লীগ নেতা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির নেতারা। গ্রেপ্তারকৃত প্রিন্সসহ অবিলম্বে এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, সোমবার দুপুরের দিকে বিসর্জনের আগে প্রিন্স নামে ওই যুবক হঠাৎ করে পূজামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। এ সময় প্রতিমা ভাঙচুরের পর প্রত্যক্ষদর্শীদের অস্ত্রের ভয় দেখিয়ে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় প্রিন্সকে গ্রেপ্তার করে এবং ভয় দেখানো সেই দা উদ্ধার করে।

পুলিশ সুপার আরো জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও এমন ঘটনা কেন ঘটালো তা তদন্ত করা হচ্ছে। এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত