ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সাবেক স্ত্রীর খপ্পর থেকে রেহাই চান ব্যবসায়ী

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৮:১৫

সাবেক স্ত্রীর খপ্পর থেকে রেহাই চান ব্যবসায়ী

ভোলায় জাতীয় পরিচয়পত্র পরিবর্তনসহ জালিয়াতির মধ্য দিয়ে একাধিক বিয়ে করে স্বামীর সম্পদ হাতিয়ে নেয়া ও টাকার জন্য উল্টো স্বামীর পরিবারকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ ওঠেছে এক নারীর বিরুদ্ধে।

সোমবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ডায়াগনস্টিক সেন্টারের কর্মী নুরনাহার ওরফে তামান্না নামের ওই নারীর বিরুদ্ধে এমন অভিযোগ করেন তার সাবেক স্বামী স্বামী ওষুধ ব্যবসায়ী মহিউদ্দিন।

মহিউদ্দিন অভিযোগ করেন, ২০০৮ সালে পারিবারিকভাবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নুর নাহারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে নুরনাহার নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়েন। এরই মধ্যে তিনি নতুন জাতীয় পরিচয়পত্র খুলে ফের সালমান রহমান নামের এক যুবককে বিয়ে করেন। ওই ছেলের কাছ থেকেও কাবিনের টাকা আদায় করে কেটে পড়েন নুরনাহার।

অপরদিকে মহিউদ্দিনের কাছ থেকে এ পর্যন্ত ১১ লাখ টাকা, ৮ লাখ টাকার জমি (সম্পত্তি) হাতিয়ে নেন। একইসঙ্গে মহিউদ্দিনের কাছ থেকে আরো টাকা হাতিয়ে নিতে মহিউদ্দিনসহ ওই পরিবারের বিরুদ্ধে ১০টি মামলা করেন নুরনাহার।

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন ওই নারীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের সাহায্য কামনা করেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত