ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বেড়াতে এসে নদীর পানিতে স্কুলছাত্রের মৃত্যু

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ২০:৫৪

বেড়াতে এসে নদীর পানিতে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

নানাবাড়ি বরিশালের গৌরনদী উপজেলায় বেড়াতে এসে পালরদী নদীতে গোসল করতে নেমে সজীব শেখ (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেলে ভাসমান অবস্থায় ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

সজীব গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তিহাটি গ্রামের ফরিদ শেখের ছেলে। সে ওই এলাকার একটি প্রাইমারী স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

গত বৃহস্পতিবার সকালে গৌরনদী পৌরসভার টরকীরচর এলাকায় নানা খাদেম আলী খন্দকারের বাড়িতে বেড়াতে আসে সজীব। স্কুলছাত্র সজীব শেখ সাঁতার কাটতে জানত না।

নিহত সজীবের স্বজনরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে সজীব নানাবাড়ি সংলগ্ন পালরদী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর পানির তোড়ে ভেসে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে ১ কিলোমিটার দক্ষিণে বড় কসবা এলাকার পালরদী নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে এসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সজীবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে অপমৃত্যু’র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত