ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করোনায় আক্রান্ত ৬ জন

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ২১:২২

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করোনায় আক্রান্ত ৬ জন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৫ জনসহ জেলায় নতুন ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২ হাজার ৪৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলায় ২ হাজার ৪০৬ জন সুস্থতা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

সোমবার রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ সোমবারের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের ১০০টি রিপোর্টের মধ্যে নতুন ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় নতুন ৫ জন ও নবীনগর উপজেলায় ১ জনসহ এখন পর্যন্ত জেলায় ২ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ২হাজার ৪৯৮ জন সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯৫৭ জন, আখাউড়া উপজেলায় ২০৩ জন, বিজয়নগর উপজেলায় ৮০ জন, নাসিরনগর উপজেলায় ১০৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৭ জন, নবীনগর উপজেলায় ৪০৩ জন, সরাইল উপজেলায় ১২০ জন, আশুগঞ্জ উপজেলায় ২০১ জন ও কসবা উপজেলায় ২৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় ২ হাজার ৪০৬ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯২২ জন, আখাউড়া উপজেলায় ১৮৯ জন, বিজয়নগর উপজেলায় ৭৭ জন, নাসিরনগর উপজেলায় ১০৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৪ জন, নবীনগর উপজেলায় ৩৮৮ জন, সরাইল উপজেলায় ১১৩ জন, আশুগঞ্জ উপজেলায় ১৯৬ জন ও কসবা উপজেলায় ২৫৪ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে জেলায় ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৩ জন, আখাউড়া উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় ২ জন, নাসিরনগর উপজেলায় ১ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩ জন, নবীনগর উপজেলায় ১১ জন, সরাইল উপজেলায় ১ জন ও কসবা উপজেলায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত জেলায় ২ হাজার ৪৯৮ জন আক্রান্তের মধ্যে ২ হাজার ৪০৬ জন সুস্থ হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৫০ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২০ হাজার ১০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে পাওয়া ২০ হাজার জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২ হাজার ৪৯৮ জন আক্রান্ত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত