ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

‘হু আর ইউ’, র‍্যাবকে মদ্যপ হাজীপুত্র

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ০০:৫৬  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০২০, ০১:২০

‘হু আর ইউ’, র‍্যাবকে মদ্যপ হাজীপুত্র

সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফানকে রাজধানীর চকবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই সময় ইরফান মদ্যপ অবস্থায় ছিলেন।

গ্রেপ্তারের আগে মদ্যপ অবস্থায় ইরফান সেলিম র‌্যাব সদস্যদের উদ্দেশে বলতে থাকেন 'হু আর ইউ? অ্যাম আই এ ক্রিমিনাল? উইল ইউ অ্যারেস্ট মি?'

র‌্যাব কর্মকর্তারা জানান, ৪ তলার ইরফানের কক্ষটি ভেতর থেকে লক করা ছিল। বাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে সেই রুমে যান অভিযানকারীরা। কেয়ারটেকারের ডাকে দরজা খোলেন ইরফান। এসময় তিনি ঢুলছিলেন। তখন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের সাথে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

এর আগে হাজী সে বা‌ড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে আগ্নেয়াস্ত্র, মদ, বিয়ার ও ওয়া‌কিট‌কিসহ বিপুল প‌রিমাণ নিরাপত্তা সরঞ্জাম উদ্ধার ক‌রেছে র‌্যাব। সোমবার দুপুর ১টা থে‌কে সা‌ড়ে ৩টা পর্যন্ত চকবাজা‌রের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের বা‌ড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে সাংসদপুত্র মোহাম্মদ ইরফান সে‌লিম‌কে আটক করা কা‌লে বা‌ড়ি তল্লা‌শি চা‌লি‌য়ে ওইসব দ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট স‌রোয়ার আলম।

অভিযান শেষে মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহার করার দায়ে মো. ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইরফানের দেহরক্ষী মো. জাহিদুলকে ইসলামেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা ধারণা করছেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করা এবং ঢাকা শহরে অবৈধভাবে কোনো সিগন্যালিংয়ের জন্য ব্যবহার করা হতো। এজন্য তিনি অবৈধভাবে ভিপিএস ডিভাইস ব্যবহার করতেন।

বিটিআরসির অনুমোদন ছাড়াই তিনি তার বাসায় এই ভিপিএস ডিভাইসের মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্কিং সিস্টেম করেছিলেন।

আরও পড়ুন-

হাজী সেলিমের ছেলে ইরফানের ১ বছরের কারাদণ্ড

এমপি হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার

এরফান সেলিমের বাসা থেকে অস্ত্র ও মদ উদ্ধার

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত