ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

রাজধানী‌তে এমএলএম ব্যবসায়ের নামে প্রতারণা, তিনজন গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ১৭:০২

রাজধানী‌তে এমএলএম ব্যবসায়ের নামে প্রতারণা, তিনজন গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

রাজধানীর পল্লবী এলাকা থেকে এমএলএম ব্যবসায়ের নামে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জিসান আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন: গাজী মহিউদ্দীন (২৭), আনিছুর রহমান (৩৭) ও মোঃ হারুনুর রশীদ (৩৭)। ভুক্তোভোগীদের কাছ থেকে নানান প্রলোভন দেখিয়ে টাকা নিতো এই চক্র।

‌মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জিসান আহমেদ।

তি‌নি জানান, গ্রেপ্তারকৃতরা এমএলএম ব্যবসায়ের নামে প্রতরণা করে ১ হাজার ৪২৭ জনের কাছ থেকে ছয় কোটির অধিক টাকা আত্মসাৎ ক‌রে‌ছেন।

‌তি‌নি জানান, ভুক্তভোগীরা সিআইডির কা‌ছে জানিয়েছে সোপান প্রডাক্ট লিঃ (এসপিএল) এবং সোপান প্রপার্টিজ লিঃ নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে একটি প্রতারক চক্র গ্রাহকদের নিকট থেকে গত ৮ মাসে মূলধনসহ ২৫০% টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহপূর্বক এমএলএম ব্যবসা পরিচালনা করে প্রতারণা করে আসছে। ওই অভিযোগের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো উত্তরের একটি টিম অভিযান চা‌লি‌য়ে এ প্রতারক চক্রের মূল হোতা গাজী মহিউদ্দীন সহ ৩ (তিন) জনকে গ্রেপ্তার করতে ক‌রা হয়। এসময় একটি কম্পিউটার, সোপান হসপিটাল লিমিটেড এর জয়েনিং ফরম, নগদ ৪৭ হাজার ৪০০ টাকা, গ্রেপ্তারকৃত‌দের নিজ নামীয় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণালব্ধ ৫৯ লাখ ২৬ হাজার ৫৯৪ টাকা জমা পাওয়া গেছে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

অন্যরা যা পড়ছেন:

> হাইকোর্টের নির্দেশে বাবার বাড়িতে দুই বোন

> বিয়ে বা‌ড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ১

> কাউন্সিলর পদ আজই হারাচ্ছেন ইরফান

> সপরিবারে করোনামুক্ত মেয়র আতিক

> মেয়রের ঐচ্ছিক তহবিল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের উদ্যোগ

> মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

> প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

> রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

> রাজধানী‌ত বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • সর্বশেষ
  • পঠিত