ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

চব্বিশ ঘণ্টায় মৃত্যু ২৩, শনাক্ত ১৪৯৩

চব্বিশ ঘণ্টায় মৃত্যু ২৩, শনাক্ত ১৪৯৩

করোনায় আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬১ জনে। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন। এই সময়ে ১১১টি ল্যাবে ১২ হাজার ৩৫৭ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৪৯৩ জনের শরীরে। নতুন শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৯ জন। এর মধ্যে ১ হাজার ৬১০ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২দশমিক ৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩২ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ, নারী চারজন। ২১ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, বাকি দুজনের বাড়িতে।

দেশে প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগ পর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

> ২৭ অক্টোবরের করোনার আপডেট

> ২৬ অক্টোবরের করোনার আপডেট

> ২৫ অক্টোবরের করোনার আপডেট

> ২৪ অক্টোবরের করোনার আপডেট

> ২৩ অক্টোবরের করোনার আপডেট

> ২২ অক্টোবরের করোনার আপডেট

> ২১ অক্টোবরের করোনা আপডেট

> ২০ অক্টোবরের করোনা আপডেট

> ১৯ অক্টোবরের করোনা আপডেট

> ১৮ অক্টোবরের করোনা আপডেট

> ১৭ অক্টোবরের করোনা আপডেট

> ১৬ অক্টোবরের করোনা আপডেট

> ১৫ অক্টোবরের করোনা আপডেট

> ১৪ অক্টোবরের করোনা আপডেট

> ১৩ অক্টোবরের করোনা আপডেট

> ১২ অক্টোবরের করোনা আপডেট

> ১১ অক্টোবরের করোনা আপডেট

> ১০ অক্টোবরের করোনা আপডেট

> ৯ অক্টোবরের করোনা আপডেট

> ৮ অক্টোবরের করোনা আপডেট

> ৭ অক্টোবরের করোনা আপডেট

> ৬ অক্টোবরের করোনা আপডেট

> ৫ অক্টোবরের করোনা আপডেট

> ৪ অক্টোবরের করোনা আপডেট

> ৩ অক্টোবরের করোনা আপডেট

> ২ অক্টোবরের করোনা আপডেট

> ১ অক্টোবরের করোনা আপডেট

> ২৯ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৮ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৭ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৬ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৫ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৪ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২১ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২০ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ১৮ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ১৯ সেপ্টেম্বরের করোনা আপডেট

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত