ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় ৪ জেলের জরিমানা

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২০, ১৪:৩৯

কুষ্টিয়ায় ৪ জেলের জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে কুষ্টিয়ায় মিরপুর উপজেলায় পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুর সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ অভিযানের নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখোড়িয়া এলাকার দিরাজ মন্ডল (৫৫), আব্দুস সাত্তার (৬০), সাইদুল সর্দার (৫২) এবং জহির মৃধা (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার দায়ে মিরপুর উপজেলার চার জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস আটককৃত চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। সেইসাথে জব্দকৃত কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, মিরপুর থানা পুলিশের এসআই সবুজ প্রমুখ।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত