ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২০, ০৬:৩৯

সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইকরাম (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরাম বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের সিরু মিয়ার ছেলে। আহত কাসেম (২৫) নিহত ইকরামের ছোটভাই। অপরজন মোটরসাইকেল চালক মজনু (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চান্দুরা-আখাউড়া সড়কের ডাকবাংলো এলাকায় চান্দুরা থেকে আসা সিএনজির সঙ্গে আমতলী বাজার থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান।

হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ভর্তি দেওয়া হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ঢাকা নেওয়ার আগে চিকিৎসাধীন অবস্থায় ইকরাম মারা যায়। আহত অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

হাইওয়ে পুলিশের (খাটিহাতা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বাংলাদেশ জার্নালকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিএনজি আটক করা হয়েছে। নিহত ইকরামের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

অন্যরা যা পড়ছেন:

> চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ​

> খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

> ‘আইয়ুব পাগলের’ দোয়া অনুষ্ঠানে মানুষের ঢল

> নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সভাপতি আটক

> রাজধানীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

> অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবেন মেয়র আতিক

> কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে, দুইজন দগ্ধ

> নবাব পরিবারের সন্তান পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৬

> ট্রাকের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে দক্ষিণ সিটির অভিযান

  • সর্বশেষ
  • পঠিত