ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে দুইজন ধরা

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২০, ১৫:৩৮  
আপডেট :
 ০৭ নভেম্বর ২০২০, ১৬:০৭

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে দুইজন ধরা

ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদের কাছে মাস্ক আছে কিনা চেক করে জরিমানা আদায়ের সময় দু'জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আটককৃতরা হলেন- কুষ্টিয়ার শহরের পশ্চিম মজমপুর এলাকার সাইদুর রহমানের ছেলে মিশুক রহমান (৩৩) ও একই এলাকার শাহিনুর আলমের ছেলে অভি ওরফে আকাশ (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কাতলামারী এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি গরুবাহী স্যালোইঞ্জিন চালিত গাড়ির লোকজনের কাছে মাস্ক আছে কিনা তা চেক করছিলো। এ সময় এক গরু ব্যবসায়ীকে জরিমানা করে। জরিমানার টাকা গুনে দিতে দেরি হলে তারা গরুর গাড়ির চালকের কাছ থেকে ৭ হাজার ৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গরু ব্যবসীয়া চিৎকার করলে স্থানীয়রা ডিবি পুলিশ পরিচয়ধারী দুই যুবককে আটক করে থানায় দেয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার জানান, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত