ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নাটোর রাজবাড়ি

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২০, ২০:২০  
আপডেট :
 ১১ নভেম্বর ২০২০, ১৭:৫৮

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নাটোর রাজবাড়ি

করোনা সংক্রমণের কারণে গত সাত মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নাটোরের রানী ভবানীর রাজবাড়ি।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে তা আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়।

এখন থেকে আগের নিয়মেই এই রাজবাড়িতে দর্শনীর বিনিময়ে পরিদর্শন করতে পারবেন সকলেই। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, চলতি বছরের মার্চ মাসে দেশে করোনা সনাক্ত হওয়ার পর গত ১৯ মার্চ থেকে ইতিহাসখ্যাত অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর নাটোর রাজবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপর দীর্ঘ দিন ধরেই বন্ধ ছিল নাটোর রাজবাড়ি।

তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আবারও সোমবার বিকেল থেকে নাটোর রাজবাড়ি দর্শনার্থীদের প্রবেশের জন্য খুলে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নালে/এনকে

  • সর্বশেষ
  • পঠিত