ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২০, ১৬:২৬

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বরিশালের উজিরপুর ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল-নেছারাবাদ (স্বরুপকাঠী) সড়কের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ বালুবাহী ট্রলিচাপায় পারুল বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হন। এ সময় আহত হন আরও ৪ জন।

দুর্ঘটনায় নিহত পারুল বেগম উপজেলার ডহড়পারা গ্রামের কাদের হাওলাদারের স্ত্রী। দুপুরে চিকিৎসাধীন ট্রলিচালককে আটক দেখানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন পারুল। এ সময় দ্রুতগতির অবৈধ ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পার্শ্ববর্তী দোকানে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হন পারুল বেগম। এছাড়া ট্রলিচালক হেলপার এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দা আহসানসহ ৪ জন আহত হন।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর পারুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের স্বজনরা মরদেহের ময়নাতদন্তে রাজি নয়। এ ঘটনায় ট্রলিচালককে আটক করা হয়েছে।

এদিকে রোববার দিবাগত রাতে মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ বিশ্বাস (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

স্থানীয় ক্লোজার বাজার এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভোলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহাগ বিশ্বাস স্থানীয় আলিমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামের দিলু বিশ্বাসের ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে ঘটনাস্থল ও যুবকের বাসায় পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত