ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

তনু হত্যামামলা এবার পিবিআইতে

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২০, ০৬:২৫

তনু হত্যামামলা এবার পিবিআইতে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তকারী সংস্থার আবারও পরিবর্তন হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পর এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে মামলাটি।

এর আগে পুলিশ ও গোয়েন্দা সংস্থার (ডিবি) হাত পরিবর্তন হয়ে সিআইডিতে যায় এই হত্যা মামলার তদন্তভার।

মঙ্গলবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়।

দুই দফা ময়নাতদন্ত (২১ ও ২৬ মার্চ, ২০১৬ সাল) করার পর ২০১৬ সালের ৩১ মার্চ মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্তকাজে সিআইডি প্রায় দুইশ লোককে জিজ্ঞাসাবাদ করেছে। ইতোমধ্যে চার বছর সাত মাস অতিক্রান্ত হলেও সিআইডি কারো বিরুদ্ধে চার্জশিট দিতে সক্ষম হয়নি।

তনুর মা আনোয়ারা বেগম জানান, পিবিআইর লোকেরা তার স্বামীর কর্মস্থলে এসেছিলেন। তারা তার ছেলে ও স্বামীর সাথে কথা বলেছেন।

তিনি অভিযোগ করেন, তনু হত্যাকাণ্ড দিনের আলোর মতোই পরিষ্কার। কিন্তু প্রভাবশালী মহলের বাধায় তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আশা করেন একদিন বিচার পাবেন এবং হত্যাকারীদের ফাঁসি হবে বলে বিশ্বাস করেন।

পিবিআই কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সম্ভবত পিবিআই এর ঢাকা ইউনিট এই তদন্তের দায়িত্ব পেয়েছে। কুমিল্লা ইউনিটকে তনু হত্যা তদন্তের দায়িত্ব দেয়া হয়নি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত