ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২০, ২০:১৩  
আপডেট :
 ১৯ নভেম্বর ২০২০, ২০:৫৪

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি
প্রতীকী ছবি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ দলের গঠনতন্ত্রের বিধি মোতাবেক নরসিংদী জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম হিরু এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নরসিংদী সদর আসন থেকে পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজারুল ইসলাম হিরু ২০১৫ সালের সম্মেলনের মাধ্যমে প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নরসিংদী জেলা শাখার সভাপতি নির্বাচিত হন।

এছাড়া, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া ২০০৩ সাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

আরো পড়ুন: নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে বিএনপি: প্রধানমন্ত্রী

জেলা আওয়ামী লীগের নব-নিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন বলেন, নেতৃত্ব দুর্বল হওয়ার কারণে কিছু ক্ষেত্রে নেতাকর্মীদের সম্পর্কের অবনতি ছিল, মাননীয় নেত্রী দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যয়নের একটা পথ উন্মুক্ত করে দিয়েছেন। এতে করে দল চাঙ্গা হবে, দলীয় কার্যক্রম আরো গতিশীল হবে। কিছু ক্ষেত্রে বিগত কমিটির প্রভাব পড়লেও আমরা ঐক্যবদ্ধ হয়েই আগামী দিনে জেলা আওয়ামী লীগের সকল কার্যক্রম বাস্তবায়ন করবো।

বাংলাদেশ জার্নাল/এইচকে

অন্যরা যা পড়ছে:

> উত্তরাঞ্চলে মাঝরাতে নামছে ঘনশীত

> পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে

> যশোরে ইউনিয়ন পরিষদ সচিবদের বিভাগীয় সম্মেলন

> কঠিন চীবর দান উৎসবে করোনা মুক্তির প্রার্থনা

  • সর্বশেষ
  • পঠিত