ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

জেঁকে বসা শীতের বার্তা দিলো বৃষ্টি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২০, ২২:০৫

জেঁকে বসা শীতের বার্তা দিলো বৃষ্টি
প্রতীকী ছবি

রাজধানীর আকাশে সকাল থেকেই ছিলো মেঘলা। দুপুরের পর হঠাৎ বৃষ্টির মেঘ বাড়তে থাকে। শীতের হেমন্তের ধূসর হয়ে ওঠা রাজধানীতে নামে বৃষ্টি। কোথাও পশলা, কোথাও ঝর ঝর। সঙ্গে ছিল দমকা হাওয়া।

শুক্রবার ছুটির দিন হলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় নগরবাসীকে। অনেকেই ঘরে বন্দী হয়ে যান। কেউ কেউ কাজের জন্য বাইরে বেরুলেও ঠাণ্ডা হাওয়ার স্পর্শ পেতে হয়।

আবহাওয়াবিদ আবদুল মান্নান জানিয়েছেন, পূর্বাভাসেও বলা ছিল, এই শীতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হবে। ফলে ওই হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। তবে রোববার থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করতে পারে।

শনিবারের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ নদী তীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত