ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাঠে নেমেছে প্রশাসন

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ১৭:১৪  
আপডেট :
 ২২ নভেম্বর ২০২০, ২০:০১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাঠে নেমেছে প্রশাসন
ছবি: জয়পুরহাট

জয়পুরহাটে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষদের সচেতন করতে মাঠে নেমেছেন পুলিশ ও প্রশাসন।

এ উপলক্ষে রোববার দুপুরে শহরের জিরো পয়েন্টে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।

এ সময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচী বাস্তবায়নে জেলা প্রশাসক জানান, জেলার সকল সরকারি দপ্তর ও বিপণী বিতানগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি। যাতে কেউ মাস্ক না পরে বিপণী বিতানগুলোতে না আসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মুনিরুজ্জামন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানীসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহরের জিরোপয়েন্ট এলাকায় বিপণী বিতানগুলোতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং মাস্ক না পরে ঘোরাফেরা করা কয়েকজনকে মাস্ক পরিয়ে দেন।

এছাড়াও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত