ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

৭০০০ মানুষ পেলেন আনোয়ার খান এমপির খাদ্যসামগ্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ১৯:১১  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০২০, ০০:২৩

৭০০০ মানুষ পেলেন আনোয়ার খান এমপির খাদ্যসামগ্রী
খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ড. আনোয়ার খান এমপি। ছবি: প্রতিনিধি

রামগঞ্জ উপজেলায় আরো ৭ হাজার দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।

রোববার নিজ উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে রামগঞ্জ পৌর এলাকার ৭টি ওয়ার্ডের প্রায় সাত হাজার দরিদ্র পরিবারের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় আনোয়ার হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। পদ্মা সেতুতে ৩৮তম স্প্যান স্থাপন সম্পন্ন হয়েছে। দেশে দারিদ্র বিমোচন হচ্ছে এবং ধীরে ধীরে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হচ্ছে।

ভবিষ্যতেও এই সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে এমপি আনোয়ার হোসেন খান আরো বলেন, করোনায় গত ৮ মাসে ব্যক্তিগত তহবিল থেকে ৬০ হাজার মানুষকে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে আরো ৩০ হাজার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ত্রাণ সামগ্রী দেয়া হবে।

রামগঞ্জে বেকার সমস্যার সমাধান নিশ্চিত করতে রামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহিলা কলেজ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ অচিরেই শুরু হবে বলেও ঘোষণা দেন ড. আনোয়ার খান এমপি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা আ ক ম রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, সুরাইয়া আক্তার শিউলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, ভাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ, আনোয়ার খান এমপি'র গণমাধ্যম ও রাজনৈতিক সচিব শেখ নাজমুল হক সৈকত ও একান্ত সচিব রিয়াজুল হায়দার বাপ্পী প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত