ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

লক্ষ্মীপুর জেলা প্রশাসক পরিবারসহ আক্রান্ত

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ০১:১৩  
আপডেট :
 ২৪ নভেম্বর ২০২০, ০৯:৩৯

লক্ষ্মীপুর জেলা প্রশাসক পরিবারসহ আক্রান্ত

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, তার সহধর্মিনী শিল্পী পাল ও দুই সন্তানের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনের প্রহরী ও কার্যালয়ের সার্ভেয়ারও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

রোববার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, ডিসিসহ আক্রান্তদের করোনা পরীক্ষার জন্য শুক্রবার (২০ নভেম্বর) নমুনা সংগ্রহ করা হয়। তাদের করোনা পজিটিভ প্রতিবেদন এসেছে। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুরু থেকে লক্ষ্মীপুর জেলায় ২ হাজার ২৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ১৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন। বাকি আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন মারা গেছেন। এছাড়াও মৃত্যুর পর ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন- প্রেমিকাকে পুড়িয়ে হত্যা, প্রেমিকের যাবজ্জীবন

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত