প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ২১:১১
মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের মকিমপুর ঈদগা মাঠ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খোকা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত খোকা আক্কেলপুর পৌর শহরের মকিমপুর গ্রামের মৃত বৈকণ্ঠনাথ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কৃষক খোকা মাঠের কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়ার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এনকে