ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

উৎসুক জনতার ভিড়ে নিয়ন্ত্রণ কাজ ব্যাহত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ০০:৫৮  
আপডেট :
 ২৪ নভেম্বর ২০২০, ০১:৪৩

উৎসুক জনতার ভিড়ে নিয়ন্ত্রণ কাজ ব্যাহত

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ভয়াবহতা বেড়েছে। নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের এক ডজনের বেশি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনার পরই আশাপাশ থেকে বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিচ্ছিন্নভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের খবরে গভীর রাতেও গণমাধ্যমের কর্মীরাও ভিড় করেন। বেসরকারি টিভি চ্যানেলগুলো অগ্নিকাণ্ডের ঘটনা সরাসরি সম্প্রচার করছেন।

এর আগে রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কান্ট্রোল রুম থেকে ফারদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত