ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

বরিশালে বিষক্রিয়ায় ১১টি গরুর মৃত্যু

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ১৮:০২

বরিশালে বিষক্রিয়ায় ১১টি গরুর মৃত্যু
ছবি: বরিশালে ১১টি গরুর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে বিষক্রিয়ায় গরু খামারের ১১টি গরুর মৃত্যু হয়েছে। এতে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক।

মঙ্গলবার সকাল থেকে ফার্মের তত্ত্বাবধায়ক মানিক হোসেন পলাতক রয়েছে।

খামার মালিক ইয়াকুব হোসেন জানান, সোমবার বিকেলে খামারের একটি গরু অসুস্থ হয়ে পড়লে খামারের তত্ত্বাবধায়ক মানিকের কাছে গরু অসুস্থ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। গরু অসুস্থ হওয়ায় ওষুধ খাওয়ানো হয়েছে বলে জানায় মানিক। পরবর্তীতে ১১টি গরু অসুস্থ হয়ে পড়ে। রাতের মধ্যেই অসুস্থ ১১টি গরুই মারা যায়।

ইয়াকুব আরো জানান, সোমবার দুপুরে স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুগুলো খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত