ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

জমি নিয়ে বিরোধ: জবি শিক্ষার্থীর উপর হামলা

  জবি প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ০০:০২  
আপডেট :
 ২৫ নভেম্বর ২০২০, ০০:২৩

জমি নিয়ে বিরোধ: জবি শিক্ষার্থীর উপর হামলা

মাদারীপুর জেলার রাজৈরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সুমন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ও তার পরিবার। জমির দখল নিয়ে মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তোভোগী সুমন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আহত অবস্থায় সুমনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় রাজৈর থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা।

হামলার শিকার হওয়া শিক্ষার্থী সুমন বলেন, আমাদের জমিতে থাকতে দেওয়া হচ্ছিলো না গত মাস থেকেই। এর আগেও ওরা হামলা চালায় এবং জীবননাশের হুমকি দেয়। আমারা বিষয়টি থানার ওসিকে জানাই। পরে পুলিশ একটা ব্যবস্থা করে তাদের আমাদের জমিতে আসতে মানা করে। এরপরও তারা আমাদের জমিতে আসে ও হুমকি দিতে থাকে। আমরা আবার থানায় যোগাযোগ করলে জিডি করতে বলা হয়। আজ (মঙ্গলবারজ) সকালে হঠাৎ ইয়াসিন, ইবরাহিম, নিজাম, মোস্তফা, হাবিব এ হামলা চালান। পরে পুলিশ এলে তারা চলে যায়।

এ বিষয়ে রাজৈর থানার ওসি মো.শেখ সাদিক বলেন, হামলার বিষয়টি জানার সাথে সাথেই ঘটনাস্থলে আমরা লোক পাঠিয়েছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওই শিক্ষার্থীর উপর হামলার বিষয়টি আমরা জেনেছি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত