ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হবিগঞ্জে ফিজিওথেরাপি সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ০০:৪২

হবিগঞ্জে ফিজিওথেরাপি সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জে নিউ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারে চিকিৎসক পদবি না থাকা সত্ত্বেও চিকিৎসক শব্দ ব্যবহার, ঘষামাজা মূল্যতালিকাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো. রেজা।

এছাড়া শহরের ঘাটিয়াবাজারের বাঁধন ও প্রিয় ছিটঘরে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এদিকে, শহরের রাজনগর এলাকায় রাস্তার উপর বালু ও পাথর রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে শহরে অবৈধ রেজিস্ট্রেশন বিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে যাত্রী বহন এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় দুইটি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক ও বিএসটিআই পরিদর্শক মো. মাসুদ রানা।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত