ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

নতুন অভিযোগে দুদকের মুখোমুখি সেই নাজমুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২০, ১৭:১৩

নতুন অভিযোগে দুদকের মুখোমুখি সেই নাজমুল
২০১৮ সালের এপ্রিলে নাজমুল হককে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছিল দুদক। ফাইল ছবি

ঘুষের টাকাসহ গ্রেপ্তার হওয়ার পর জামিনে থাকা নৌ-পরিবহন অধিদপ্তরের (বরখাস্ত) প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে নতুন অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নৌ পরিবহন অধিদপ্তরের দুটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে এবার নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন জিজ্ঞাসাবাদ করছেন বলে কমিশনের মুখপাত্র প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিলে রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি হোটেলে ‘ফাঁদ পেতে’ ঘুষের পাঁচ লাখ টাকাসহ নাজমুল হককে গ্রেপ্তার করে দুদক। ওই দিনই তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়। পাঁচ মাস পর জামিনে বেরিয়ে আসেন নাজমুল।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত