ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

অনুমোদনহীন ৪ ক্লিনিককে পাঁচ লাখ টাকা জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২০, ১৮:৫৭

অনুমোদনহীন ৪ ক্লিনিককে পাঁচ লাখ টাকা জরিমানা
ছবি: গোপালগঞ্জ ভ্রাম্যমাণ আদালত

গোপালগঞ্জে অনুমোদনহীন ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে ক্লিনিক চালানোর অভিযোগে চারটি ক্লিনিককে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপু এ জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপু জানান, গোপালগঞ্জে অনুমোদনহীনভাবে ক্লিনিকগুলো চালানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জেলা শহরের মডেল স্কুল রোডের মেডিকেয়ার ক্লিনিকে দুই লক্ষ, বটতলা এলাকার হামিদা ক্লিনিককে দেড় লক্ষ, গোপালগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে দেড় লক্ষ ও গোপালগঞ্জ নার্সিং হোমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানকালে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এস এম সাকিবুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত