ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২০, ২১:১০

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
ছবি: গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় গোল্ডেন টাইমস সোয়েটার কারখানার শ্রমিকরা অক্টোবরের বেতনের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক রমজান আলী, নোহেল রানা ও নাদিম জানান, গত ২৪ অক্টোবর কোনো নোটিশ না দিয়ে মৌখিকভাবে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে অক্টোবরের বকেয়া বেতন ১৫ নভেম্বর, ২০ নভেম্বর ও সর্বশেষ ২৬ নভেম্বরের পরিশোধের আশ্বাস দিলেও তা না দেয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

পরে রাত ৭টার দিকে কারখানার পাশে থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থানের কারণে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে মালিকের সঙ্গে আলোচনা করে বেতন প্রদানের আশ্বাস দিয়ে এবং শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে রাত সোয়া ৮টার দিকে যানবাহন চলাচল শুরু করে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত